শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৩৭
ব্রেকিং নিউজ

এসি মিলানের কাছে হেরে ভীষণ বিপাকে জুভেন্টাস

এসি মিলানের কাছে হেরে ভীষণ বিপাকে জুভেন্টাস

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের টানা দশম শিরোপা জয়ের মিশন নিয়ে মৌসুম শুরু করেছিল জুভেন্টাস। কিন্তু সেটা আর হয়নি। ইতোমধ্যে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। রোববার রাতে এসি মিলানের কাছে ৩-০ ব্যবধানে হেরে ভীষণ বিপাকে পড়েছে জুভেন্টাস। শঙ্কা জেগেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার। ৩৫ ম্যাচ শেষে জুভেন্টাসের সংগ্রহ ৬৯ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ৭০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে চতুর্থ স্থানে। ৭২ পয়েন্ট নিয়ে এসি মিলান তৃতীয় ও আটালান্টা আছে দ্বিতীয় স্থানে। আর ৮৫ পয়েন্ট নিয়ে সবার ধরা-ছোঁয়ার বাইরে আছে ইন্টার মিলান। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারটি দলের সঙ্গে লড়াই করে শীর্ষ চারে থাকতে হবে জুভেন্টাসকে।

রোববার রাতে ঘরের মাঠে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পিছিয়ে পরে জুভেন্টাস। এ সময় (৪৫+১) মিলানের ব্রাহিম দিয়াজ গোল করে এগিয়ে নেন দলকে। বিরতি থেকে ফিরে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় আন্তে রেবিক গোল করে লিড বাড়ান। আর ৮২ মিনিটে ফিকায়ো তোমোরির গোল করলে জুভেন্টাসের নাগালের বাইরে চলে যায় ম্যাচটি।
শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে ভীষণ অস্বস্তিকে সঙ্গে নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-মোরাতারা।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK