উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : স্পেনের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেটপিসে করা সেই গোলটির কথা মনে করুন। ডান দিক দিয়ে বাঁক খেয়ে বল সোজা জালে।
ডেভিড ডি গিয়া হতভম্ব! গত পরশু রাতে টনি ক্রুস ৯৫ মিনিটে জার্মানির জয়সূচক গোলটিও করেছেন ফ্রিকিকে। কোস্টারিকার বিপক্ষে সার্বিয়ার ১-০ গোলের জয়ও এসেছে ফ্রিকিকে। এমন দর্শক জাদু করা ফ্রিকিকের মাহাত্ম্য কী। দেশের একমাত্র উয়েফা লাইসেন্সধারী কোচ মারুফুল হকের মতে, এর পুরো কৃতিত্ব ফুটবলারদের।
তার কথায়, ‘ফরমেশন ঠিক করে দেন কোচ। গতি নির্ভর খেলার কথাও বলে দেন কোচ। বাকি সবই উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হয় ফুটবলারদের। কীভাবে ফ্রিকিক নিতে হবে, দেয়াল কীভাবে তৈরি করতে হবে- এসবই মাঠের ফুটবলাররা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন। তাই কৃতিত্বের সবটুকুর দাবিদার ফুটবলাররা।’
মারুফুল হকের কণ্ঠে সুর মেলালেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তার কথায়, ‘ফ্রিকিক থেকে গোল পাওয়ার মুন্সিয়ানা ফুটবলারদের।
শুধু বিশ্বকাপেই নয়, ক্লাবের হয়েও এমন অনেক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ মাঠে সবকিছু নির্ভর করে ফুটবলারদের ওপর। আর গোল হওয়ার মতো ফ্রিকিকে বারের নিচে যদি দু’জন গোলকিপারও রাখা হয়, তাহলেও গোল হবে। টনি ক্রুসের গোলটা অবশ্যই সেরা। সবসময় এসব জায়গা থেকে গোল হয় না।’
দেশসেরা অন্যতম গোলকিপার শহিদুল আলম সোহেল বলেন, ‘টনি ক্রুস অসাধারণ গোল করেছেন। তবে নিজের ভুলেই গোল হজম করেছেন সুইডেনের গোলকিপার রবিন ওলসেন। তিনি ভেবেছিলেন প্রথমবারে বল আসবে। কিন্তু বল জালে প্রবেশ করেছে দ্বিতীয়বার দিয়ে। তবে রোনাল্ডোর গোলটাতে গোলকিপারের কিছু করার ছিল না। এসবই ফুটবলারদের কৃতিত্ব।’
উত্তরণবার্তা/এআর