বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩৭

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ১২ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ১২ লাখ

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়ালো ১২ লাখ। আজ সোমবার (২ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, বিশ্বে করোনায় মোট মারা গেছে ১২ লাখ ৫ হাজার ১৯৪ জন। করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ জন। সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৩৭৪।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৯৯ হাজার ৫২৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৩৪ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৪ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৮৪ হাজার ৮২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ১১১ জনের।

মেক্সিকোতে আজ সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৪ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৭৫৩ জনের।
যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৮০৭ জনের।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK