মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৪৫
ব্রেকিং নিউজ

মার্ক-স্টিভ ভাইদের ৩০ বছরের রেকর্ড ভাঙলেন উইল-হ্যারিস

মার্ক-স্টিভ ভাইদের ৩০ বছরের রেকর্ড ভাঙলেন উইল-হ্যারিস

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক :  অস্ট্রেলিয়ার সর্বোচ্চ মর্যাদার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড জুটি ছিল বিখ্যাত সহোদর স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহর।

১৯৯০-৯১ মৌসুমে নর্থ সাউথ ওয়েলসের হয়ে পঞ্চম উইকেট জুটিতে ৪৬৪ রান করেছিলেন এ জুটি। সেদিন মার্ক ২২৯ ও স্টিভ ২১৬ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেছিলেন।

১৯৮৭ সালে ডেভিড হুকস ও ওয়েন ফিলিপসের নটআউট ৪৬২ রানের জুটিকে পেছনে ফেলেছিলেন ওয়াহ ভাইরা।

৩০ বছর পর সেই রেকর্ডকে টেনে দ্বিতীয়তে নামিয়ে আনলেন ভিক্টোরিয়া দলের দুই ওপেনার উইল পুকোভস্কি ও মার্কাস হ্যারিস।

রোববার শেফিল্ড শিল্ডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যারিস ও পুকোভস্কি মিলে গড়লেন ৪৮৬ রানের রেকর্ড জুটি।

মার্ক-স্টিভের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে ৫০০ রানের মাইলফলকের দিকেই যাচ্ছিলেন হ্যারিস-পুকোভস্কি।

তবে তা হতে দেননি সাউথ অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন আগার।

ইনিংসের ১২৪তম ওভারে ৪৮৬ রানের মাথায় হ্যারিসকে সাজঘরে ফেরান আগার। আউট হওয়ার আগে ৩৯৯ বলে ২৭ চার ও ১ ছয়ের মারে ২৩৯ রান করেন ২৮ বছর বয়সী হ্যারিস।  

তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পুকোভস্কি। ডাবল সেঞ্চুরির পর ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৫ রান করেন তিনি।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK