শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:১২
ব্রেকিং নিউজ

ডাব বিক্রি করে সংসার চলছে জনৈক রিয়াজের

ডাব বিক্রি করে সংসার চলছে জনৈক রিয়াজের

উত্তরণ বার্তা প্রতিবেদক : ডাব বিক্রি করে সংসার চলছে হবিগঞ্জ জেলা শহরের দরিদ্র রিয়াজের। প্রতিদিন রিকশাভ্যানে ডাব নিয়ে শহরের লোকসমাগমের স্থানগুলোতে ছুটে যান তিনি।

জেলা সদর আধুনিক হাসপাতালের সামনে রিয়াজের সঙ্গে কথা হয়। তিনি ভ্যানে থামিয়ে সেখানে ডাব বিক্রি করছিলেন। ক্রেতাদের ডাব কেটে দেয়ার ফাঁকে ফাঁকে কথা গুলো বলছিলেন তিনি।

জানালেন, শহরের অনন্তপুর এলাকায় ছোট দুই সন্তান ও স্ত্রীকে নিয়েই তার সংসার। ডাব বিক্রির টাকায় তার ছোট সংসারের ভরণপোষণ ভালোভাবেই চলে যাচ্ছে।

রিয়াজ জানান, দুই বছর ধরে তিনি ডাব বিক্রি করছেন। ভ্যানে করে শহর ঘুরে ঘুরে ডাব বিক্রি করে দৈনিক তার আয় ৮০০ থেকে হাজার টাকা। এ টাকায় দিন চলে যাচ্ছে তার। এজন্য তিনি শুকরিয়া আদায় করেন।

তিনি জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ডাবগুলো সংগ্রহ করে এই শহরেই বিক্রি করছি। লোকজন কচি ডাব খেয়ে তৃপ্তি পাচ্ছে।  কারণ ডাবের পানিতে কোন প্রকারের ভেজাল নেই। গরমের সময়ে ডাব বেশি বিক্রি হচ্ছে।

রিয়াজ গর্বের সঙ্গে বলেন, এটাই ভালো লাগছে সৎপথে থেকেই জীবিকা নির্বাহ করছি। সৎপথের আয়েই আমার সংসার চলছে।

এ সময় উপস্থিত রওশন আলী নামের ক্রেতা বললেন, একটা মিনারেল পানি ১৫ টাকার কম পাওয়া যায় না। সেখানে ৩৫ টাকায় একটি কচি ডাব কিনে খাওয়াই উত্তম।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK