শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০০:৪০

ব্রিটেনে লকডাউনের ঘোষণা আসতে পারে সোমবার

ব্রিটেনে লকডাউনের ঘোষণা আসতে পারে সোমবার

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক  : করোনাভাইরাস সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার জেরে ব্রিটেনে মাসব্যাপী লকডাউনের ঘোষণা ক্রিস্টমাসের আগেই দিতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, ঘরে থাকার নির্দেশনা আগামি সোমবার প্রধানমন্ত্রী জানাতে পারেন। বিবিসি একটি মডেল খতিয়ে দেখে জানিয়েছে, শিগগিরই লকডাউন কার্যকর করা না হলে প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় সংক্রমণে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটতে পারে।

একটি মডেলে দেখানো হয়েছে, দিনে করোনায় মৃতের সংখ্যা চার হাজারের বেশি হওয়ার শঙ্কা রয়েছে। এর আগে চলতি বছরের বসন্তে যুক্তরাজ্যে দিনে এক হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে।

এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে নয় লাখ ৮৯ হাজার সাতশ ৪৫ জন এবং মারা গেছে ৪৬ হাজার দু'শ ৩৯ জন।

সূত্র : বিবিসি

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK