বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:২৮
ব্রেকিং নিউজ

পুলওয়ামা হামলা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের মুখোশ খুলে গিয়েছে : মোদি

পুলওয়ামা হামলা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন  তাদের মুখোশ খুলে গিয়েছে : মোদি

উত্তরণ বার্তা  আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামা হামলায় নিহত সৈনিকদের আত্নত্যাগ নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদের পাল্টা জবাব দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে বিরোধীরা অপমানজনক মন্তব্য করেছিল এবং সংশয় প্রকাশ করেছিল, তা কোনদিন ভুলবে না দেশবাসী৷

পুলওয়ামা হামলা পাকিস্তানের বড় সাফল্য বলে বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে স্বীকার করেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷ এর পরই বিজেপির তরফ থেকে দাবি করা হয়, পুলওয়ামা হামলায় ষড়যন্ত্রের অভিযোগ তোলার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত৷ এর জের ধরেই প্রধানমন্ত্রী এ দিন বলেন, 'প্রতিবেশী দেশে পুলওয়ামায় হামলা নিয়ে স্বীকারোক্তি সেই সমস্ত মানুষের মুখোশ খুলে দিয়েছে যারা এই ঘটনায় শহিদদের আত্নত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ আমি এই সমস্ত আক্রমণ সহ্য করেছিলাম কিন্তু শহিদ সেনাদের জন্য আমার মনে গভীর ক্ষত ছিল৷ আমি এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব, দেশের সুরক্ষা, নিরাপত্তাবাহিনীর মনোবলের কথা ভেবে দয়া করে এই ধরনের রাজনীতি করবেন না৷'

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের বৈচিত্রই আমাদের অস্তিত্বের মূল শক্তি৷ এই কারণেই আমরা অন্যদের থেকে এতখানি আলাদা৷ আমাদের মনে রাখতে হবে এই একতাই আমাদের শক্তি৷ যা সবসময় অন্যদের মাথায় ঘুরতে থাকে৷ তারা সবসময় এই বৈচিত্রকেই আমাদের দুর্বলতায় পরিণত করার চেষ্টা করছে৷ এই শক্তিগুলিকে চিনে নেওয়া দরকার৷' তিনি বলেন,শান্তি, সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাই প্রকৃত মানবিকতার পরিচয়৷ সন্ত্রাসবাদ কখনও কারও ভাল করতে পারে না৷

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন৷

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK