বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:১১

চেচেনিয়ায় শিশুর নাম মুহাম্মদ রাখলে পুরস্কার

চেচেনিয়ায় শিশুর নাম মুহাম্মদ রাখলে পুরস্কার

উত্তরণ বার্তা আন্তর্জাতিক  ডেস্ক  : মহানবী মুহাম্মদ (সা.)-এর নামে নবজাতক শিশুর নাম রাখলে পরিবারকে ১২ শ ডলারের বেশি পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে চেচনিয়া সরকারের একটি সেবা সংস্থা।

মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে গত ১২ রবিউউ আউয়াল (২৯ অক্টোবর) জন্ম নেয়া শিশুর নাম মহানবীর নাম বা তাঁর পরিবার বা ঘনিষ্ঠ সাহাবিদের নামে রাখলে শিশুর পরিবারকে এক লাখ রুবল (প্রায় ১২ শ ৬৫ ডলার) দেয়ার ঘোষণা দিয়েছে চেচনিয়ার আহমদ কাদিরোভ ফাউন্ডেশন।

মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন উপলক্ষে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। চেচনিয়া সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, ‘মুহাম্মদ (সা.) তিন ছেলে ও চার মেয়ের জনক। ছেলেরা হলো, আবদুল্লাহ, ইবরাহিম ও কাসেম। মেয়েরা হলেন, উম্মে কুলসুম, ফাতেমা রুকাইয়া ও জয়নব। তাঁর অনেক সাহাবি ছিলেন। তাঁদের অন্যতম হলেন, আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.) ও আলি (রা.)।’

চেচনিয়া সরকারের যোগাযোগ মন্ত্রী আহমদ দাউদায়িফ জানান, ‘মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন উপলক্ষে এমন উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হয়। তবে এই বছর উদ্যোগটি একটু বিস্তৃত করা হয়।’

রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা টিএএসএস-কে আহমদ দাউদায়িফ আরো বলেন, ‘গত বছর শুধুমাত্র ছেলেদেরকে এই উদ্যোগের আওতায় আনা হয়েছিল। তবে এ বছর পরিবারকেও অর্থ প্রদান করা হবে। পাশাপাশি নবীজির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সাহাবিদের নামকেও উদ্যোগের আওতায় আনা হয়।’

উল্লেখ্য, আহমদ কাদিরোভ চেচেনিয়ার প্রধান ধর্মীয় নেতা। ১৯৯৪-১৯৯৬ সালে মস্কো চুক্তির আগে রাশিয়ার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে চেচান সৈন্যদের নেতা ছিলেন তিনি। চেচনিয়ার বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভের পিতা তিনি। আহমদ কাদিরভ ২০০৪ সালে ৯ মে আততায়ীর হাতে নিহত হন।

সূত্র : আল জাজিরা নেট

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK