বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:৩৯

ফের লকডাউনে বেলজিয়াম

ফের লকডাউনে বেলজিয়াম

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক  : করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেলজিয়ামে আবারো লকডাউন জারি করা হয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এই লকডাউন শুরু হবে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত।

লকডাউনের সময় বেলজিয়ামে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দোকানগুলোতে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য একজন ক্রেতাকে প্রবেশ করানোর নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেলজিয়ামের স্কুলগুলোতে ১৫ নভেম্বর পর্যন্ত শরতের ছুটি বাড়ানো হয়েছে। বেলজিয়ামে যে রাত্রীকালীন কারফিউ ছিল সেটি বলবৎ থাকবে বলে জানা গেছে। সেই সঙ্গে পানশালা এবং রেস্টুরেন্ট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বেলজিয়ামে এ পর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ হাজার ৩০৮ জন।

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK