বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:১৩
ব্রেকিং নিউজ

সিরিজ শেষ না করেই চলে যাচ্ছে দ. আফ্রিকা ইমার্জিং নারী দল

সিরিজ শেষ না করেই চলে যাচ্ছে দ. আফ্রিকা ইমার্জিং নারী দল

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। তাই বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি না খেলেই বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে ইমার্জিং দলের সিরিজের শেষ ম্যাচটি বাতিল করা হয়েছে। বিসিবি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেয়া হয়।‘

বিসিবি আরও জানায়, ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সফরকারীরা যাতে কোনো সমস্যায় না পড়ে তাই দ্রুত তাদের দেশে পাঠানো হচ্ছে। ১৩ এপ্রিল মঙ্গলবার ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেটে। এমনিতেও সিরিজের এই ম্যাচটির কাগজে কলমে কোনো গুরুত্ব ছিল না। বাংলাদেশ নারী দল টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে আগেই। জিতেছে চতুর্থ ম্যাচটিও। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে সারাদেশে। এ সময়ে এক সপ্তাহের জন্য সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ