সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:১৭
ব্রেকিং নিউজ

কল্যাণপুরে বস্তিতে আগুন

কল্যাণপুরে বস্তিতে আগুন

উত্তরণ বার্তা প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল জানান, রাত ১০টার দিকে বস্তির পাশের ভাঙরির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বস্তির কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে রিকশাওয়ালা, দিনমজুর, পোশাককর্মীসহ নিম্ন আয়ের মানুষের বাস। আগুন লাগার পর তারা ঘরের মূল্যবান মালামাল রক্ষার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সহস্রাধিক ঘর এখানে আছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো বস্তি। সহায়-সম্বল হারিয়ে অনেকেই বিলাপ করছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালাউদ্দিন আহমেদ  বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে বস্তির চারদিক থেকে পানি ছিটানো হচ্ছে। তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে বলা যাবে।

উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ