বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৬
ব্রেকিং নিউজ

ওয়াইফাই ৬-এর গতি ৪ গুণ বেশি

ওয়াইফাই ৬-এর গতি ৪ গুণ বেশি

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : সময় এখন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট তথা মোবাইল কমিউনিকেশনের। টেলিকম কোম্পানিগুলো ধীরে ধীরে ৪জি থেকে ৫জি নেটওয়ার্ক আপগ্রেডের কাজ করছে।

ঠিক একইভাবে আপগ্রেডেশনের পথে এগোচ্ছে ওয়াইফাই কানেকশনও। এতদিন ছিল ওয়াইফাই ৫। আসছে পরবর্তী সংস্করণ ওয়াইফাই ৬। ইতোমধ্যে বাজারে বেশ কিছু ডিভাইস এসেছে যেগুলোর ওয়াইফাই ৬ কানেকটিভিটি রয়েছে। ওয়াইফাইয়ের নতুন সংস্করণ সম্পর্কে অনেকেরই ধারণা কম। ওয়াইফাই ৬ আসলে ওয়াইফাই ৫-এর একটি আপগ্রেডেড ভার্সন।

এর নেটওয়ার্ক ক্যাপাসিটি ওয়াইফাই ৫-এর চেয়ে কমপক্ষে ৪ গুণ বেশি। তার সঙ্গে এটি ইউজারদের অত্যন্ত দ্রুতগতি দিয়ে থাকে। একাধিক ডিভাইসে যোগ করলেও ওয়াইফাই খুব ভালোভাবে কাজ করে এবং তা স্পিডও দেয় খুবই দ্রুত।

দশম জেনারেশনের ইনটেল চিপসেটযুক্ত ল্যাপটপ ওয়াইফাই ৬ সাপোর্ট করে। যে ল্যাপটপে ইনটেলের গিগ প্লাস টেকনোলজি রয়েছে, সেখানে ইন্টারনেট স্পিড ওয়াইফাই স্পিড ৬ রাউটারের সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে। এ ছাড়া গ্যালাক্সি এস ১০, নোট ১০ ও আইফোন ১১ ইত্যাদি ডিভাইস ওয়াইফাই ৬ সাপোর্ট করে। কিছুদিনের মধ্যেই আরও অন্যান্য প্রায় সব ডিভাইসে সাপোর্ট করবে ওয়াইফাই ৬।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK