শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৩৬
ব্রেকিং নিউজ

বাংলাদেশের হাতে ডি৮- এর প্রেসিডেন্সি তুলে দিলো তুরস্ক

বাংলাদেশের হাতে ডি৮- এর প্রেসিডেন্সি তুলে দিলো তুরস্ক

উত্তরণ বার্তা প্রতিবেদক : উন্নয়নশীল ৮টি দেশের সমন্বয়ে গঠিত সংস্থার (ডি৮) প্রেসিডেন্সি পদ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে তুরস্ক। ৮ এপ্রিল বৃহস্পতিবার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে আসন্ন সময়ের জন্য নেতৃত্বের এ হস্তান্তর হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

এক টুইট বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলো বলেন, তাদের (বাংলাদেশ) সাফল্য কামনা করছি। ডি৮ এর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো। পর্যটন খাতে তুরস্কের অভিজ্ঞতা সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে শেয়ার করা হবে। এদিন পররাষ্ট্রমন্ত্রীদের ডি৮ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে ঢাকা। সেখানে বক্তব্যকালে মহামারির সময় বহুপাক্ষিকতা ও দ্বিপাক্ষিক সহায়তা নিয়ে আলোচনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

    Handed over Term Presidency of Developing Eight Countries (#D8) FM Council to #Bangladesh. Wishing them every success.

    -Will continue our efforts to put into practice great economic potential of @D8org.

    -Will share our best practices in the field of tourism with D-8 members. pic.twitter.com/vkfVNS6unz

    — Mevlüt Çavuşoğlu (@MevlutCavusoglu) April 7, 2021

ডি৮ এর সদস্যরাষ্ট্রগুলো হলো- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ