বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:২১

গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

উত্তরণ বার্তা প্রতিবেদক  : নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সামস্ উদ্দিন খালেদ আসামির উপস্থিতিতে ধর্ষণ মামলায় ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ডাক্তারসহ ১১ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ইব্রাহীম (৫০) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের মুজিবর রহমানের বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

জানা গেছে, ইব্রাহীম ২০০৪ সালের ১১ এপ্রিল রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর বেড়িবাঁধে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে। ভিকটিম পরদিন হাতিয়া থানায় ইব্রাহীমের বিরুদ্ধে মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মর্জুজা আলী পাটোয়ারী। আসামিপক্ষের অ্যাডভোকেটরা হলেন আবদুর রহমান, আবু সাঈদ নোমান ও মোসলেউদ্দিন।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK