শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫৮
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু নতুন আক্রান্ত ২৮৭

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু  নতুন আক্রান্ত ২৮৭

উত্তরণ বার্তা প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় ১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ। এসময়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ২৮৩ জন।  

১ এপ্রিল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৬৭ জন এবং উপজেলায় ২০ জন। এদিকে করোনা আক্রান্ত হওয়ার ৩ দিন পর সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নগরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি জানান তিনি।  
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK