শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৩

পহেলা বৈশাখে সর্বোচ্চ ১০০ জনের মঙ্গল শোভাযাত্রা

পহেলা বৈশাখে সর্বোচ্চ ১০০ জনের মঙ্গল শোভাযাত্রা

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমিত পরিসরে বাংলা নববর্ষ-১৪২৮ উদযাপন করা হবে। এ উপলক্ষে চারুকলা অনুষদ চত্বরে সর্বোচ্চ ১০০ জনের একটি মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ চত্বরেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
 
সোমবার (২৯ মার্চ) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাসূত্রে জানা গেছে, মঙ্গল শোভাযাত্রা ঘরে বসে উপভোগের জন‌্য টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান পরিবর্তীত পরিস্থিতিতে নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা বা ভ্রাম্যমাণ দোকান বসানো যাবে না। চলমান করোনা পরিস্থিতিতে সশরীরে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ