মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৪৩
ব্রেকিং নিউজ

সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে : পলক

সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে : পলক

উত্তরণ বার্তা প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রামকে শহরে রূপান্তর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে কাজ করছে শেখ হাসিনা সরকার। এ জন্য গ্রামের মানুষ শহরের সেবা পাচ্ছে গ্রাম থেকেই। গ্রামে ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও করেছেন বর্তমান সরকার।

প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুর ১২টায় নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের তরুণরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাদের মেধার বিকাশ ঘটাতে মাদক ছেড়ে মাঠে আসার আহ্বান জানান তিনি।

সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মো. হাসমত, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আদিবাসী নেতা সরেশ উড়াও প্রমুখ।

উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ