মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১৯

বইমেলায় থাকবে তিন স্তরের নিরাপত্তা

বইমেলায় থাকবে তিন স্তরের নিরাপত্তা

উত্তরণবার্তা প্রতিবেদক : বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার (১৬ মার্চ) বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কৃষ্ণপদ রায় বলেন, ‘বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারাও থাকবে। সিসি ক্যামেরা ও মনিটরিং ওয়াচ টাওয়ার দিয়ে নিরাপত্তা ব‌্যবস্থা মনিটরিং করা হবে।’
 
বইমেলার শুরুর আগ থেকে মেলা চলাকালীন এবং মেলা পরবর্তী সময়ে এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, ‘মেলায় নারী ও পুরুষের প্রবেশের জন্য পৃথক গেট থাকবে। সবাইকে মাস্ক পরে মেলায় আসতে হবে।’ ধর্মীয় অনুভূতি আঘাত করে এমন বই বিক্রি করা যাবে না: ধর্মীয় অনুভূতি আঘাত করে এমন কোনো বই মেলায় বিক্রি যাবে না বলেও জানান কৃষ্ণপদ রায়। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা একটি সার্বজনীন মেলা। এখানে সবাই এসে তার পছন্দের বইটি কিনবেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।’
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK