বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৫৯

মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা

মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের ওপর জোর দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার এ প্রজ্ঞাপন জারি করা হয় বলে রোববার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক করোনা সংক্রমণ ও মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সবক্ষেত্রে সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এ পরিস্থিতিতে সবার মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা প্রদান করেছে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK