মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২৬

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা করবো: দুদক চেয়ারম্যান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা করবো: দুদক চেয়ারম্যান

উত্তরণবার্তা প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশের সমন্বয়ে সোনার বাংলা নির্মাণ করা সম্ভব। তাই দুদক চেয়ারম্যান হিসাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবো।’ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ এসব কথা বলেন তিনি।
 
দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করা খুবই কষ্টসাধ্য কাজ। তাই দুর্নীতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো শোষণমুক্ত, বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।’
 
এর আগে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদারকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুদক চেয়ারম্যান পবিত্র সুরা ফাতেহা পাঠ করেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় তিনি বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
 
এ সময় গোপালগঞ্জের এনডিসি মিলন সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK