মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৩৩
ব্রেকিং নিউজ

করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল

করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল

উত্তরণ বার্তা  প্রতিবেদক : টিকা নেয়ার এক মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ১১ মার্চ বৃহস্পতিবার টেস্ট করানোর পর তার এ ফলাফল আসে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসায় সেল্ফ কোয়ারেন্টিনে আছেন। এ বিষয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, আমার কোন ধরনের কোন লক্ষণ নেই। এমনকি শারিরীক কোন সমস্যাও নেই।

কিন্তু কৌতুহল থেকে টেস্ট করানোর পর ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে বাসায় কোয়ারেন্টিনে আছি। এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিন নেন তিনি। একই সাথে অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসানও টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK