শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:৪৪
ব্রেকিং নিউজ

দলে নতুন তারকাদের ভরসা রাখলেন মততা

দলে নতুন তারকাদের ভরসা রাখলেন মততা

উত্তরণ বার্তা বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের হাওয়া বইছে। শুক্রবার ক্ষমতাশীল দল তৃণমূল দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ২৯১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপির প্রার্থী ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এবার মমতার টিকিট পাওয়া টলিউড তারকাদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কীর্তন শিল্পী অদিতি মুন্সি, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র প্রমুখ।

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন বাঁকুড়া জেলা থেকে। অভিনেত্রী জুন মালিয়া লড়বেন মমতার পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর কেন্দ্র থেকে। উত্তর ২৪পরগনার ব্যারাকপুরে মমতা বন্দোপাধ্যায় ভরসা রাখলেন পরিচালক রাজ চক্রবর্তীর ওপর। এছাড়া দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর কেন্দ্রে দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। প্রার্থী তালিকায় অভিনেতা সোহম চক্রবর্তী লড়বেন চণ্ডীপুর কেন্দ্র থেকে। হাওড়া জেলার শিবপুর থেকে প্রার্থী হয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

অভিনেত্রী লাভলি মৈত্র লড়বেন দক্ষিণ ২৪পরগনা জেলার দক্ষিণ-সোনারপুর থেকে। অভিনেতা কাঞ্চন মল্লিক প্রার্থী হয়েছেন হাওড়া জেলার উত্তরপাড়া থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সীর ওপর দায়িত্ব পড়েছে কলকাতা লাগোয়া রাজারহাটের গোপালপুর আসনের। টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় লড়ছেন উত্তর ২৪পরগনার উত্তর কৃষ্ণনগর থেকে।

বারাকপুর থেকে দলীয় টিকিট পেয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, ‘কথা দিচ্ছি, বারাকপুর বিধানসভা কেন্দ্রে জিতে দিদিকে উপহার দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে উনি আমার নাম ভেবেছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন। দিদির যা পরিকল্পনা সেই অনুযায়ী কাজ করব।’ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগেসের এবারের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। চণ্ডীপুরের মানুষের ঘরের ছেলে হয়ে কাজ করার কথা জানা সোহম।

তার ভাষায়, ‘মনে বল রয়েছে, সাহস এসেছে। চণ্ডীপুরের মানুষকে অনেক ভালোবাসা। তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে কাজ করব। চণ্ডীপুরের মানুষের কাছে গিয়ে ঘরের ছেলে হয়েই লড়াইটা লড়ব।’ আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। প্রার্থী তালিকা ঘোষণার পর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়নী। আসানসোলের মানচিত্র শেয়ার করে তিনি লিখেন, ‘আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই।’
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK