বুধবার, ২৬ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৫:১২
ব্রেকিং নিউজ

কাল ঈদ: শেষ সময়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ

কাল ঈদ: শেষ সময়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ

উত্তরণবার্তা ডেস্ক : আজ রাত পোহালেই কাল ঈদ। আজ রোববার দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে শেষ সময়ে পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। তাই শেষ দিনেও পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে  ছিল লম্বা লাইন। এদিন মোটরসাইকেলের চাপ বেশি ছিল। তাই বাইকারদের জন্য নির্দিষ্ট বুথের সঙ্গে আরও একটি বুথ বাড়ানো হয়। বাকি ছয়টি বুথে ট্রাকসহ অন্যান্য যান সেতুতে প্রবেশ করে। তবে ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বৃদ্ধির পর তা কমে আসে। তবে এর পরিবর্তনও হচ্ছে।  কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। সেতু দিয়ে মাত্র ৯-১০ মিনিটে পদ্মা পাড়ি দিতে পেরে খুশি ঘরমুখো মানুষ।

কতৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টার ৩৮ হাজার যান পারাপারে ৪ কোটি ২৮ লাখ টাকা টোল আদায় হয়েছে। এদিকে ঈদযাত্রার পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতেও পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
উত্তরণবার্তা/এসএ

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ