সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০২:০১
ব্রেকিং নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক

উত্তরণবার্তা প্রতিবেদক : অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় শনিবার দিবাগত ভোররাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়।

এতে উত্তরের পথে মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের বেশি ভোগান্তির শিকার হতে হয়। তবে সকাল ৮টার পর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। পরে তা স্বাভাবিক হয়ে আসে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর হোসেন বলেন, ভোররাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে, যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ