সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০২:০৪
ব্রেকিং নিউজ

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

উত্তরণবার্তা প্রতিবেদক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে ঝিনাইদহের কয়েকটি গ্রামের মানুষ। আজ রবিবার (১৬ জুন) সকাল ৮টায় হরিণাকুণ্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরসহ কয়েকটি এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।
 
ঈদের জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদের জামাতের আয়োজন করে থাকেন।

ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল, শ্যামনগর, যাদবপুর, হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর, নারায়ণকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকুপা উপজেলার ভাটইসহ জেলা শহর থেকে আগত মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত ওসি জিয়াউর রহমান বলেন, হরিণাকুণ্ডুতে তিনটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। নিরাপত্তার স্বার্থে ঈদের নামাজে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ