সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০০:৪০
ব্রেকিং নিউজ

ভোলায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ও টিকেটের মূল্য বেশি রাখায় জরিমানা

ভোলায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ও টিকেটের মূল্য বেশি রাখায় জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলা সদরে লঞ্চঘাটে টিকিটের মূল্য বেশি রাখা ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে সদরের ইলিশা লঞ্চঘাটে পৃথক অভিযানকালে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।

অভিযানকালে ইলিশা লঞ্চ ঘাটে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেটের পরিবর্তে ১০ টাকার টিকেট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক।

অপরদিকে একই সময়ে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করার দায়ে দোয়েল পাখি- ১ ও দোয়েল পাখি -১০ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।  
 
এ সময় লঞ্চগুলোতে সি-সার্ভে  সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণসহ বিভিন্ন বিষয় মনিটরিং করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ