বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৬:৫৩
ব্রেকিং নিউজ

ঈদে ঝরবে তৌসিফ-নীহার ‘লাভ রেইন’

ঈদে ঝরবে তৌসিফ-নীহার ‘লাভ রেইন’

উত্তরণবার্তা ডেস্ক : ঈদে নির্মাতা জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন  ‘লাভ রেইন’ নামের নতুন নাটক। এতে  জুটি হিসেবে বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে। নাটকটির গল্প না হয় প্রকাশের পর জানা যাবে, কিন্তু তার আগেই এর টিজার, পোস্টার ও স্থিরচিত্র প্রকাশিত হয়েছে।

সিএমভি’র ব্যানারে ঈদের অন্যতম চমক হিসেবে নির্মিত এই নাটকে দেখা যাবে, অন্য এক প্রেমের পরীক্ষার গল্প। যে গল্পের সঙ্গে মিশে গেছে বিশ্বাস, আবেগ আর প্রকৃতির মায়াজাল।

নির্মাতা জাকারিয়া সৌখিন এই কাজটি প্রসঙ্গে বললেন, ‘এটা একটা মিষ্টি গল্প। তৌসিফ ও নীহা ভালো করেছে তাদের চরিত্রে। নীহা এখনও নতুন মানুষ। কিন্তু ওর মধ্যে দারুণ চেষ্টা আছে। যে চেষ্টার প্রতিচ্ছবি পাবেন এই কাজটিতেও। সবাইকে আমন্ত্রণ জানাই, ঈদে আমাদের কাজটি দেখার।’

প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের বিশেষ আয়োজনে ‘লাভ রেইন’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এরমধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার ও টিজার। মিলছে দর্শকদের পক্ষ থেকে দারুণ উচ্ছ্বাস।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK