শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
ঢাকা সময়: ২০:৩৬
ব্রেকিং নিউজ

ভারত সফর নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

ভারত সফর নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

উত্তরণবার্তা  প্রতিবেদক : ভারত সফর শেষে দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলার সংসদ সদস্য ও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।’

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জন্মজয়ন্তী। এই অনুষ্ঠানে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে সারা দেশে, ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়েও।

ওবায়দুল কাদের জানান, আগামী ২১ জুন বেলা ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা হবে। ২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আলোচনা সভা হবে। সভার শুরুতে থাকবে সাংস্কৃতিক আয়োজন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ