রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:১৪
ব্রেকিং নিউজ

২৬ অক্টোবর: হাসতে নেই মানা

২৬ অক্টোবর: হাসতে নেই মানা

উত্তরণ বার্তা  ডেস্ক : ২৬ অক্টোবর ২০২০.

* জোকস-১
শিক্ষক: মানুষ পরিবর্তনশীল- এর প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র: আমি পারব স্যার?
শিক্ষক: বলো।
ছাত্র: আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিতো; তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন; তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন; এখন তিনি দুলাভাই।

* জোকস-২
দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন-
রোগী: আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ কেন বেছে নিলেন?
ডাক্তার: দেখুন, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় ‘প্লাস’ই থাকে না কি?

* জোকস-৩
শিক্ষক: তুমি স্কুলে দেরী করে এলে কেন?
বাবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
বাবুল: ওই যে লেখা ছিল, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।

* জোকস-৪
বাবু আর হাবু গেছে এক জায়গায় বোমা নিষ্ক্রিয় করতে। সেখানে গিয়ে তারা তিনটি বোমা পেল। সেগুলো নিয়ে ফিরে আসার সময় বাবু বলল-বাবু: হ্যাঁরে, যেতে যেতে যদি রাস্তায়ই একটা বোমা ফেটে যায়, তাহলে কী করবি?
হাবু: আরে এত চিন্তা করছিস কেন?
বাবু: তাহলে কী করবো, বল না?
হাবু: একটু বানিয়ে বলে দেব যে, আমরা আসলে দুটি বোমাই পেয়েছিলাম।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK