শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:২৬
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ

গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী, ভ্যাক্সিনেশন, কৃমিনাশক ওষুধ খাওয়ানো, খামারীদের প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন এসব তথ্য জানিয়ে বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রথম দিন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে গরু, ছাগল, হাঁস-মুরগী সহ প্রণিসম্পদের ৪০টি স্টল বসে। দ্বিতীয় দিন ২১২টি প্রাণির দেহে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। তৃতীয় দিনে ১৮৯টি গরু ও ৭৮টি ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। এরপর খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন খামারী অংশ নেন। পরে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের খামারী আবুল হোসেন বলেন, এবছর প্রচন্ড গরমের মধ্যে প্রাণিসম্পদ প্রদর্শনীসহ সেবা সপ্তাহ পালিত। এতে অংশ নিতে আমাদের দুর্ভোগ আর কষ্টের সীমা ছিল না। গরু-ছাগল পরিবহন করতেই অসুস্থ হয়ে পড়ে। প্রদর্শনী মাঠে প্রখর রোদ ছিল। যা প্রাণিসম্পদ প্রদর্শনীর জন্য অনুকূল নয়। তাই আগামীতে ফেব্রুয়ারি মাসে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ আয়োজন করার অনুরোধ করছি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK