সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:১৯
ব্রেকিং নিউজ

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার উপজেলা সদরের মেঘনা নদীর ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। সোমবার রাত ১০ টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ফারহান- ৯ এ অভিযান চালিয়ে ৩ হাজার ৪’শ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দ মাছের মধ্যে পোয়া, রামচোষ, চাপিলা রয়েছে। পরবর্তীতে এসব মাছ মৎস্য বিভাগের সমন্বয়ে  দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য, ইলিশ সম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে মার্চ ও এপ্রিল এ দুই মাস ভোলার মেঘনা এবং  তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার দুটি অভয়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK