রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৪০
ব্রেকিং নিউজ

প্রচন্ড গরমে যেভাবে বানাবেন পুষ্টিকর ডাবের শরবত

প্রচন্ড গরমে যেভাবে বানাবেন পুষ্টিকর ডাবের শরবত

উত্তরণবার্তা ডেস্ক  :  গরমে শরীর ও মন ঠান্ডা করতে স্ফট ড্রিংকের বোতল না কিনে বাড়িতে বানাতে পারেন উপকারী পানীয়। এতে যেমন ক্লান্তি দূর হবে, তেমনই শরীরও ভালো থাকবে। ডাব দিয়েই তৈরি করতে পারেন মজার পানীয়। তাও আবার খুবই কম সময়ের মধ্যে। রইল পুষ্টিকর এই পানীয়র রেসিপি।

ডাবে রয়েছে ইলেকট্রোলাইটস, খনিজ এবং নানাবিধ উপকারী ভিটামিন। ফলে একদিকে দূর হবে ক্লান্তি, অন্যদিকে পুষ্টি যোগাবে শরীরের। সেই সঙ্গে দেহে পানির চাহিদাও পূরণ করে। এই গরমে তাই ঝটপট ডাবের শরবত বানিয়ে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন ভাবছেন? তাহলে আসুন জেনে নেয়া যাক প্রচন্ড গরমে যেভাবে বানাবেন পুষ্টিকর ডাবের শরবত।

উপকরণ :
নারকেল বা শাঁস যুক্ত ডাব ১টা, চিনি ২ চা-চামচ ঠান্ডা পানি বা বরফ পরিমাণমতো।

তৈরির পদ্ধতি :
প্রথমে মিক্সারে ডাবের পানি, শাঁস এবং চিনি দিন। তারপর মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। একটা কাচের গ্লাসে পুরো পানি ঢেলে তাতে উপর থেকে বরফ কুঁচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি ডাবের শরবত।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK