শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:৩৭
ব্রেকিং নিউজ

হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড

হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড

উত্তরণবার্তা প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়িতে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ এপ্রিল শুক্রবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এই কারাদ- দেন। দন্ডিতরা হলেন- আব্দুল জব্বার, মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ খোকন ও আব্দুল মতিন।

স্থানীয় কাউন্সিলর মো. সোলাইমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতি ভান্ডারের পাশে হালদা নদী থেকে চারজন ব্যক্তি অবৈধভাবে নৌকায় বালু উত্তোলন করছিল। এসময় তাদের আচারণ সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের বালু উত্তোলনের মেশিনসহ একটি নৌকা আটক করে আমাকে জানায়। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেই।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক খান জানান, জরুরি সেবায় ফোন পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ দিনের কারাদ- দেয়। বালু উত্তোলনে ব্যবহার করা নৌকা মালিকের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, স্থানীয় কাউন্সিলর ও পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়। তাদের বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK