মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:১৯

ঈদে বঙ্গবন্ধু সেতুতে ১৬ কোটি ৮৫ লাখ টাকা টোল আদায়

ঈদে বঙ্গবন্ধু সেতুতে ১৬ কোটি ৮৫ লাখ টাকা টোল আদায়

উত্তরণবার্তা প্রতিবেদক : ঈদ যাত্রার সাতদিনে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধি পায়। এর ফলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে ১০ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত সাতদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ৮০ হাজার ৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এর থেকে মোট টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১ লাখ ২৯ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ২৩ লাখ ২০ হাজার ৩০০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ৮৮ হাজার ২৯২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোলবুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছিল। ঈদের আগে এই যানবাহনের বাড়তি চাপ ছিল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ