শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:১৬

উৎসব-আনন্দে চলছে পহেলা বৈশাখ উদযাপন

উৎসব-আনন্দে চলছে পহেলা বৈশাখ উদযাপন

উত্তরণবার্তা প্রতিবেদক : নববর্ষ উদযাপনের প্রস্তুতিতে বৈশাখের রঙে সেজে উঠছে কুমিল্লা। বাঙালি সংস্কৃতির মেলবন্ধনে আঁধার কাটিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বর্ষবরণে নানা কর্মসূচি নিয়েছে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। কুমিল্লা সাংস্কৃতিক কর্মী ও আয়োজকেরা জানিয়েছেন, বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে কুমিল্লা শহরসহ ১৭ উপজেলাজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক আয়োজন শুরু হয়েছে।নববর্ষ ঘিরে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে জেলা, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সাংস্কৃতিক কমিটি বলয় ও কচিকাঁচার মেলাসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে আটটায় বৈশাখী র‌্যালি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ থেকে জেলা শিল্পকলায় গিয়ে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার অংশ নেয়। সকাল দশ টায় স্টেশন ক্লাবে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের লাঠি খেলা, সাপের নাচ ও মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেল চারটায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে।

কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি কাজী মাহাতাব সুমন জানান, জেলা শিল্পকলা একাডেমিতে তাদের আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, রাখি বন্ধন, নানান মিষ্টান্ন সহকারে খাবারের আয়োজন।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান জানান, বর্ষবরণে আমরা সাংস্কৃতিক কর্মীরা পুরোদমে ব্যস্ত। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাংকন থাকছে। আশা করছি ভাল পরিবেশনা হবে। নতুন বছর সবার জন্যে মঙ্গলময় হোক এটাই আমাদের চাওয়া। এবার বর্ষবরণে মুক্তিযুদ্ধ, জঙ্গীবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা বিরোধী বিষয় নানাভাবে কমসূচির মাধ্যমে তুলে ধরা হবে। এর আগে নববর্ষ ঘিরে শুক্রবার থেকে কর্মসূচি নেয়া হয়েছে। সেদিন শিক্ষার্থীদের মাঝে ‘বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু’ বিষয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ