শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৫৯
ব্রেকিং নিউজ

আমি প্রেসিডেন্ট থাকলে ইরান ইসরায়েলে আক্রমণ করার সাহস পেত না : ট্রাম্প

আমি প্রেসিডেন্ট থাকলে ইরান ইসরায়েলে আক্রমণ করার সাহস পেত না  :  ট্রাম্প

উত্তরণবার্তা ডেস্ক  :  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস পেত না ইরান। খবর টাইমস অব ইসরায়েল। স্থানীয় সময় আজ রোববার (১৪ এপ্রিল) রাতে প্রায় ২০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালালো তারা। তবে, এই হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা এখনও স্পষ্ট নয়।

ইরানের সঙ্গে এই হামলায় যোগ দিয়েছিল হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরা। গোলান হাইটসে ইসরায়েলি সেনা ঘাঁটিতে লেবানন থেকে কয়েক ডজন রকেট দিয়ে হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে একাধিক মানববিহীন স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

ইরানের হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা (ইসরায়েল) এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। কারণ, আমরা (মার্কিন) খুব দুর্বলতা দেখাই। আমি যদি অফিসে (রাষ্ট্রপতির দায়িত্বে) থাকতাম, তাহলে এটা ঘটত না। এটা আপনি জানেন, তারাও জানে, সবাই জানে।’ ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইসরায়েলের জন্য প্রার্থনা করে।

এদিকে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার প্রায় সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন এখনও লৌহবর্মের মতো অটুট আছে বলেও জানিয়েছেন তিনি।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তেহরান এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল। তারই প্রেক্ষিতে এই হামলা চালানো হলো।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK