সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:১০
ব্রেকিং নিউজ

বৈশাখে ভিন্ন স্বাদের ডাব ইলিশ রান্না করবেন যেভাবে

বৈশাখে ভিন্ন স্বাদের ডাব ইলিশ রান্না করবেন যেভাবে

উত্তরণবার্তা ডেস্ক : ইলিশের প্রতি বাঙালির বরাবরি রয়েছে দুর্বলতা। এবার ইলিশপ্রেমীদের জন্য রইল জনপ্রিয় ডাব ইলিশের রেসিপি। আসুন তাহলে জেনে নেয়া যাক বৈশাখে ভিন্ন স্বাদের ডাব ইলিশ রান্না করবেন যেভাবে।

উপকরণ:
ইলিশমাছ ৪ টুকরা, ডাব ২টি, ডাবের শাঁস বাটা ১ টেবিল চামচ, সাদা ও কালো সরিষা বাটা ২ টেবিল চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, ডাবের পানি ১ কাপ, সরিষার তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।

প্রণালী :
ইলিশমাছ ধুয়ে তাতে লবণ ও হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন। একটা বাটিতে লবণ, হলুদ গুড়া, কাঁচা মরিচ বাটা, সাদা ও কালো সরিষা বাটা, পোস্ত বাটা, ডাবের পানি ও ডাবের শাঁস বাটা একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার কড়াইতে মিশ্রণটা ঢেলে ফুটতে দিন।

ফুটে উঠলে ভেজে রাখা মাছ ও চেরা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এবার ডাবের মধ্যে মাছগুলো দিয়ে মুখ আটকে দিন। এবার আর একটি প্যানে পানি গরম করে মাছসহ ডাব দিয়ে ১০-১৫ মিনিট স্টিমে রেখে দিন। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK