রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১৯
ব্রেকিং নিউজ

রাঙ্গামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

রাঙ্গামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

উত্তরণবার্তা প্রতিবেদক :  জেলায় শুক্রবার  জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান  করা হয়েছে।  ক্রীড়াঙ্গণের উন্নয়ন শেখ হাসিনার দর্শন এ প্রতিপাদ্যে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভা ও  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জাতীয় ফুটবল দলের সবেক খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ান প্রমুখ।

সভা শেষে ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে  অবদান রাখায় জেলার কৃতি খেলোয়াড়  মায়েনু মারমা, পূজা চাকমা, থুইনুয়ে মারমা, উমেহ্লা মারমা,  সিংমা প্রু মারমা, ডসুইশিং চৌধুরী কান্তাকে সম্মাননা স্মারক প্রদান  করা হয়। আলোচনা সভার আগে বেলা ১১টায় শহরের হ্যাপীর মোড় থেকে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK