সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩৯
ব্রেকিং নিউজ

চেষ্টা করেছি, কিন্তু অল্পের জন্য হয়নি : বলতে চান বাংলাদেশ অধিনায়ক

চেষ্টা করেছি, কিন্তু অল্পের জন্য হয়নি : বলতে চান বাংলাদেশ অধিনায়ক

উত্তরণবার্তা ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়- সব মিলিয়ে যেন নিজেদের সেরা সময় পার করছিল বাংলাদেশের মেয়েরা। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন নিজেদের হারিয়ে খুঁজছে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।
 
ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতেও বাংলাদেশের মেয়েরা ১০০ রান করতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগ্রেসরা। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি শুনিয়েছেন আশার বাণী।

টি-টোয়েন্টি সিরিজে কেমন পারফরম্যান্স হতে পারে এমন প্রশ্নে নিগার বলেন, ‘দশা কি হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ, এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা আমাদেরই দায়িত্ব বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কীভাবে ফেরানো যায়।’

টাইগ্রেস অধিনায়ক আরো বলেন, ‘প্রথমত যে-সব ভুল আমরা ওয়ানডে সিরিজে করেছি, সেগুলো অবশ্যই করতে চাইব না। দ্বিতীয় হচ্ছে যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ব্যাটার ক্রিকেটটা খেলতে চাইব। যে ওডিআইতে খেলেছি, সেটা গ্রহণযোগ্য না। আসলে অনেক চিন্তা করেছি, আলাদাভাবে কেউই পারফর্ম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারা জেতা থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, দিনশেষে আমরা যেন বলতে পারি, আমরা চেষ্টা করেছি; কিন্তু অল্পের জন্য হয়নি।’

আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK