সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:৪৪

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন

উত্তরণবার্তা ডেস্ক  : ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন। তিন দিনের ভোট শেষে স্থানীয় সময় রোববার বুথ ফেরতের তথ্য প্রকাশ করে সরকারি সংস্থা ভিটিএসআইওএম।

জরিপে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। এ জয়ের মধ্য দিয়ে রাশিয়ার ২শ’ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন ৭১ বছর বয়সী পুতিন।

জয়ের পর পশ্চিমা বিশ্বকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন পুতিন। বলেন, রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সরাসরি সংঘাতের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা।

রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক এই কর্মকর্তা ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় আসেন। এরপর থেকে ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এদিকে, পুতিনের জয়ের সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে মন্তব্য করেছে জার্মানি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তাঁর রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দী করে রেখেছেন, আর অন্যদের তাঁর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ