রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৫২
ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধুর আদর্শ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশের শিশু-কিশোরদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও গুণাবলির চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে, তাহলে দেশ ও সমাজ দ্রুত উন্নত হবে।
 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
 
জাতীয় শিশু দিবসের এবছরের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
 
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে ঘরে ঘরে আমরা হাসি দেখতে পাবো।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সঠিক বাজার ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থা গড়ে তুলতে তিন মন্ত্রণালয় মিলে কাজ করছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে।
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক রফিকুর রহমান বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ