সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৪৪

ফের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

ফের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : এক মাস বন্ধ থাকার পর দিনাজপুর হিলি বন্দর দিয়ে আবারও আলু আমদানি শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত ৩টি ভারতীয় ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। পানামা হিলি পোর্ট  লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে আলু আমদানি করেন আমদানিকারকরা। এরপর থেকে আলুর আমদানি বন্ধ হয়ে যায়। ৯ মার্চ  শনিবার থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে।

আলু আমদানিকারক কবির হোসেন বাবু বলেন, ‘আমরা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যটির আমদানি বন্ধ রেখেছিলাম। বর্তমানে দেশে আলুর বাজার একটু বেশি। দেশের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আবার আলু আমদানি শুরু করেছি। শনিবার সন্ধ্যায়  ৬৯ মেট্রিন টন আলু আমদানি করা হয়েছে।’

দিনাজপুর হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ফেব্রুয়ারি মাসের এক তারিখে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পান। গত ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকরা। মাত্র ৪ দিন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করা হয়। এরপর আর কোনো আলু আসেনি এ বন্দর দিয়ে।

দিনাজপুর পানামা হিলি পোর্ট  লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, শনিবার রাত ৮টা পর্যন্ত  ৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু ভারত থেকে হিলি পানামা পোর্টে প্রবেশ করে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলু দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাবেন আমদানিকারকরা।

আলু নেয়ার জন্য বিভিন্ন স্থান থেকে পাইকাররা হিলিতে এসে অবস্থান করছেন। আমদানি করা আলু আজ রোববার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ

দুই বিভাগে বৃষ্টির আভাস

 ২৯ এপ্রিল, ২০২৪