বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:০৮

নির্বিঘ্নে চলছে সুপ্রিম কোর্ট বারের ভোট

নির্বিঘ্নে চলছে সুপ্রিম কোর্ট বারের ভোট

উত্তরণবার্তা প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন দুপুর পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিয়েছেন আইনজীবীরা। সকাল ১০টার পর ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত নির্বিঘ্নেই চলে ভোট। 
 
আজ বুধবার (৬ মার্চ) সকালে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট শুরু হয়। মধ্যাহ্ন বিরতির আগেই সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
 
গত ১১ ফেব্রুয়ারি এক নোটিশে সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের (২০২৪-২৫) তারিখ ঘোষণা করা হয়। তফসিল অনুসারে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী নির্বাচন হবে। প্রতি বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ১৪টি পদে নির্বাচন করে থাকে। এর মধ্যে সভাপতি-সম্পাদকসহ দাপ্তরিক পদ ৭টি, বাকি ৭টি সদস্য পদ। সাদা-নীল দুই প্যানেলই বরাবরের মত ১৪টি পদে প্রার্থিতা ঘোষণা করেছে। এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে একজন নির্বাচন করছেন। অর্থাৎ এবারের নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী হয়েছেন।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ