রবিবার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৪৫
ব্রেকিং নিউজ

লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ

লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ

উত্তরণবার্তা প্রতিবেদক : কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক,কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণ চলবে মঙ্গলবার পর্যন্ত।

লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের ভারপ্রাপ্ত উপ পরিচালক শাহ-আলম।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রযুক্তি ভিত্তিক কৃষক-কৃষাণী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার এ,কে,এম ফরিদুল হক। এসময় কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর  

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ