বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২৭

পঞ্চগড়ে ব্যাপক জমিতে ভুট্টার চাষ হয়েছে

পঞ্চগড়ে ব্যাপক জমিতে ভুট্টার চাষ হয়েছে

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় এবার ব্যাপক জমিতে ভুট্টার চাষ হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকায় এবার ভুট্টার ভালো ফলন আশা করছে ভুট্টা চাষীসহ কৃষি বিভাগ। ভুট্টার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর কারণ হিসেবে কৃষি বিভাগ বলছে, ভুট্টা চাষে খরচ কম, ফলন হয় ভালো , দামও ভালো।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, জেলায় এবার ৮৫,৫০০ হেক্টর জমিতে  ভুট্টার চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাইমুল হুদা  জানান, অনূকুল আবহাওয়া, পর্যাপ্ত প্রয়োজনীয় বীজ , সার ও কীটনাশক সরবরাহের ফলে ভুট্টার ভালো ফলন হয়েছে। কৃষকেরা উন্নত জাতের  ভুট্টা বীজ যেমন, পাইওনির ভি-৯২, সানসাইন ,সুপারসাইন -২৭৬০ চাষ করেছে। ভুট্টার চাষ  দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কারণ, অধিকাংশ কৃষক তাদের  পতিত জমিতে বিশেষ করে গমের পরিবর্তে  ভুট্টা চাষ করছে, এছাড়া ভুট্টা ক্ষেতে কম সেচ দিতে হয়, পোকার অক্রমণ তেমনভাবে হয় না।

ভুট্টা চাষ অধিক লাভজনক অন্য ফসলের চেয়ে। কৃষক তরিকুল জানান, গত বছর সে ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছে। ফলন পেয়েছে ২১ মণ। ১৪শ' টাকা মণ দরে  ভুট্টা বিক্রি করেছে খরচ বাদে তার লাভ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। এবার সে ৫ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছে । ভুট্টার ফলন দেখে সে খুশি। তরিকুল আশা করছে, খরচ বাদে এবার সে প্রায় ৫০ হাজার টাকা আয় করতে পারবে।
উত্তরণবার্তা/এআর  

 

  মন্তব্য করুন
     FACEBOOK