রবিবার, ০৯ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৫৪
ব্রেকিং নিউজ

যশোরে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ চারুবালার স্মৃতিস্তম্ভ

যশোরে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ চারুবালার স্মৃতিস্তম্ভ

উত্তরণবার্তা প্রতিবেদক  :  ১৯৭১ সালের ৩ মার্চ পাক হানাদার বাহিনীর গুলিবর্ষণে যশোরে প্রথম শহীদ হয়েছিলেন চারুবালা কর। যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে তার সমাধি দেয়া হয়। কিন্তু এখন সেই সমাধিস্থল বেদখল হয়ে গেছে। খুঁজে পাওয়া যায়নি মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ চারুবালা করের স্মৃতিফলক।

দীর্ঘ ৫৪ বছর পর অবশেষে সেখানে নির্মিত হচ্ছে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত দেশের প্রথম ‘শহীদ চারুবালা কর স্মৃতিস্তম্ভ’। ২০২৫ সালের ৩ মার্চ নবনির্মিত স্মৃতিস্তম্ভে শহীদ চারুবালাকে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ।  

রোববার সকালে যশোর নীলগঞ্জ মহাশ্মশানে শহীদ চারুবালা করের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ তথ্য জানান। এসময় শ্রদ্ধাঞ্জলি জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর নীলগঞ্জ মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ।

শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও যশোর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এ সময় উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ