বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:২৩

সিরাজগঞ্জে তিনটি ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা

সিরাজগঞ্জে তিনটি ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে দুইলাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।
জেলার সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, শহরের ইবি রোডস্থ নিউ পলি ক্লিনিক ও শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকায় ২৫ হাজার টাকা,  এসবি ফজলুল হক রোডস্থ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে ১০ বেডের জায়গায় ১৭ বেড ব্যবহার, পর্যাপ্ত চিকিৎসক না থাকা ও চিকিৎসক অনুপস্থিত থাকা, অপারেশন থিয়েটারে আলো স্বল্পতা ও মেয়াদোত্তীর্ন ওষুধ রাখার দায়ে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, সাধারন মানুষ যেন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা পান এবং হয়রানির শিকার না হয় সে জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ