বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩৬

ফেনীতে অমর একুশে বইমেলা শুরু

ফেনীতে অমর একুশে বইমেলা শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় বৃহস্পতিবার থেকে ছয়দিন ব্যাপি অমর একুশে বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার  বিকাল ৪ টায় ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ করে। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।

এ সময়  মেলা আয়োজক কমিটির আহবায়ক আবু তাহের ও সদস্য সচিব এডভোকেট রাশেদ মাযহার উপস্থিত ছিলেন। মেলা কমিটির আহবায়ক আবু তাহের জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বইমেলা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা মাঠ পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রতিদিন চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বই মেলায় ১৫টি স্টল রয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK