সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:২৯
ব্রেকিং নিউজ

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা বিভাগসহ দেশের চার বিভাগে মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, এ সময় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ঢাকা, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিও হতে পারে।

উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে মেঘ রয়েছে। সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা রয়েছে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তবে আকাশে মেঘ থাকলে ও বৃষ্টি হলে কিছুটা কম থাকবে তাপমাত্রা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ