শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৫৫
ব্রেকিং নিউজ

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

উত্তরণবার্তা প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামি কবির হোসেন ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ধর্ষণ ঘটনার ১৪ বছর পর এ রায় হলো। দন্ডপ্রাপ্ত কবির হোসেন ফকির জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রাওগা গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির জানান, ২০০৯ সালের ২৯ অক্টোবর রাতে ওই উপজেলার বিদ্যানন্দপুর গ্রামের ব্রিজঘাট এলাকায় মুর্শিদি গানের আসর হয়। পরিবারের সদস্যদের সঙ্গে ওই শিশুটিও গান শুনতে যায়। গান শুনতে শুনতে প্যান্ডেলের হোগলায় ঘুমিয়ে পড়ে সাত বছর বয়সের ওই শিশু। ঘুমন্ত শিশুটিকে তুলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে কবির। শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকাবাসী অভিযুক্ত কবির মারধর করে ছেড়ে দেয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে পর দিন ৩০ অক্টোবর কবিরকে অভিযুক্ত করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ৮ ডিসেম্বর কবিরকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেন মেহেন্দিগঞ্জের কাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বেল্লাল হোসেন। যথাযথ সাক্ষ্য প্রমানে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK